বৈষ্ণব প্রেমরসে এককালে ভেসে গিয়েছিল কাটোয়া জনপদ। সাহিত্যের পালে লেগেছিল তার হাওয়া। চৈতন্যজীবন অনুপ্রাণিত কাব্যচর্চা থেকে শুরুকরে আজকের সময়– এই কবিতা সংকলনে ধরা গেল তারই কিছু দৃষ্টান্ত। কোন একটি স্থানকে কেন্দ্র করে কবিতাচর্চার সংকলন প্রকাশ নিয়ে প্রশ্ন করতে পারেন কেউ কেউ। সাহিত্যের এমনতর মানচিত্র আঁকা যায় না তা অনেকটা সত্যি। তবে স্থানিকতা বা নির্দিষ্ট স্থানের রোদ-জল-হাওয়া, জীবনযাপন সাহিত্যপ্রবাহকে অন্য খাতে বইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই সংকলন সেই ধারাবাহিকতার ইতিহাসটিকে দু’মলাটের মধ্যে আনতে চেয়েছে।
