বাংলা কবিতার উঠোন বিস্তৃত। যেখানেই দাঁড়াবেন পাঠক, ছায়া সুনিবিড়। কবিতার মানচিত্রে মাথা তোলে ঘর। তার চার দেওয়ালে দরজা। পাঠক যেমন ইচ্ছে প্রবেশ করেন। আলো হাওয়া মিশে যায় কবিতাযাপনে। পুষে রাখা মানচিত্র মনে করে করে এক ঘর থেকে অন্য ঘর। কবিমনের সুলুকসন্ধান। ‘কবিতার কররেখা’ যেন এক কবি ও পাঠকের যৌথতার সংলাপ। গৌতম সাহার কলমে উঠে এসেছে সাত অশ্বারোহীর কথা— সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, ভাস্কর চক্রবর্তী, মণীন্দ্র গুপ্ত, আল মাহমুদ এবং সুবোধ সরকার। এক কবির ভিতরমহলায় ঢূকে এই সাত অশ্বারোহী কেমন আলোড়ন সৃষ্টি করেন, এই বইয়ে তারই ছাপ।
