একটি অর্থপূর্ণ জীবন’ ছোট্ট গদ্যের ধারাবাহিক পরিবর্তনশীল কাজ, যা কাব্যের ঠান্ডা জলে নিজের পা ডোবায় কিন্তু নিজেকে কবিতা বলার আস্পর্ধা করে না। সঙ্গে কোলাজ সেজে থাকা কিছু ছবি যা এই ‘ড্রয়ারে-না-আঁটা’ গদ্যের আদ্যপদার্থ। এই গদ্যের চরিত্ররা— যেমন লরা, জিম, জোসেফ— তাদের পশ্চিমী অবস্থানে অনড়, ভারতীয় হয়ে ওঠার কোন দায় তাদের নেই, যেমন দায় নেই পাড়া, রাস্তা, অফিস, কোম্পানীগুলোর। তাদের অর্থপূর্ণ হয়ে ওঠারও আসলে কোন দায় নেই।
