সন্তান জন্মাবার ক্ষণ থেকে আজীবন, সকলেই তার কাছ থেকে নতুন কিছু শিখে চলে। সন্তান মানুষ করার অভিজ্ঞতার সাথে কিছু কল্পনা মিশিয়ে কিছু যাপন কথা লেখক এই বইতে তুলে ধরার চেষ্টা করেছেন। লেখক আর তার সন্তান আদির নিজস্ব খামখেয়ালি কিছু গল্পকথা। তাই নিয়েই আদি পর্ব। আজকের এই ব্যস্ত জীবনে, এক পিতা আর তার সন্তানের বেড়ে ওঠার আলেখ্য এই বই।
আশা করা যায় বইটি পৃথিবীর সকল পিতার মনে স্থান করে নেবে।
