‘থিয়েটারচেতনা: যুক্তি-তক্কো-অভিমুখ বইটির সূচি অনুযায়ী, দশটি থিয়েটার বিষয়ক প্রবন্ধ দুই মলাটে ধরে রাখা হয়েছে। এই দশটি প্রবন্ধ যেমন নাট্যচর্চার দীর্ঘ পথকে স্পর্শ করে বৃহত্তর নাট্য অভিমুখকে ছুঁতে চেয়েছে ঠিক তেমন ভাবে তাঁর লেখার মধ্য দিয়ে ভাবনার যে গভীর ভ্রমণ ও সুচারু বুননের আভাস পেয়েছি প্রতি মুহূর্তে তা যেন নাট্যশিল্পের মতো সমৃদ্ধশালী একটি শিল্পমাধ্যমকে আরো বড় ক্যানভাসে তুলে আনতে সাহায্য করেছে চিন্তা জগতের বৃহৎ ক্ষেত্রে। এ প্রসঙ্গে প্রথমেই বলা জরুরি যে প্রতিটি প্রবন্ধের শিরোনাম যেন শুরুতেই তার অন্তর্নিহিত বক্তব্যের সূচিমুখ নির্মাণ করে দেয় স্পষ্টভাবে। যা অচিরেই আগ্রহী করে তোলে পাঠ গ্রহণে। এরপর যদি ক্রমশ লেখার গভীরে প্রবেশ করতে থাকি তাহলে সেই আগ্রহের রসাধারা প্রবাহিত হয় মস্তিষ্কে-মননে।’
