এও ইতিহাস । একজনের জন্ম প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে আর অন্যজনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যাবার পরে। এই দুজন কোনো ঐতিহাসিক চরিত্র নন। পেশাদার ঐতিহাসিক ও নন। সম্পর্কে এঁরা মা-মেয়ে। অথচ দুই নারীর নির্ভার, নিরাভরণ স্বাদু গদ্যে কি অনায়াস উঠে এসেছে একটি পরিবারের প্রায় এক শতাব্দী পেরোনো দৈনন্দিন খুঁটিনাটি। শিকড় থেকে শাখায় উত্তরণের এ এক অনবদ্য যাপন কথা।
