১৮৮৩ সালের ৩ মার্চ অবিভক্ত বাংলার (বর্তমানের পশ্চিম্বঙ্গের ) পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে (বর্তমানে কুমুদগ্রাম) মাতুলালয়ে কুমুদরঞ্জনের জন্ম। নাগরিক জীবনের জটিলতা থেকে বহুদূরে গ্রাম বাংলার কোমল পরিবেশে তাঁর কবিসত্তার প্রকাশ ও বিকাশ। গ্রাম্য জীবনের সহজ-সরল রূপ তাঁর প্রায় সব কবিতায় ফুটে উঠেছে। লোকচক্ষুর অন্তরালে থেকে কলমের খোঁচায় নব নব সৃষ্টিতে আমৃত্যু মগ্ন ছিলেন। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় ও কুনুর নদী কবির কবিতার মূল অনুপ্রেরনা। অল্প বয়সে বি. এ ক্লাসে প্রথম হয়ে পেয়েছিলেন “বঙ্কিমচন্দ্র সুবর্ণপদক”। ৭৫ বছর বয়সে পান “জগত্তারিণী পদক”। এছারা ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার পান ১৯৭০ সালে। ১৯২৭ সালে ভট্টাচার্য পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত শিশু-কিশোরদের পত্রিকা রামধনুর তিনি ছিলেন একজন পরম বন্ধু। এই পত্রিকার জন্মলগ্ন থেকেই তাঁর কবিতা এই পত্রিকার বিভিন্ন সংখ্যয় দীর্ঘ সময় ধরে প্রকাশিত হয়। রামধনু পত্রিকার প্রকাশিত কবির অসংখ্য কবিতা থেকে নির্বাচিত ১৫১ টি কবিতা এই গ্রন্থে সংকলিত হয়েছে।
