রবীন্দ্ররচনা মানবজীবনের দর্শনকে চিত্রায়িত করে অপরূপ রূপমাধুরী মিশিয়ে। সেই সব অমূল্য রচনা থেকে অঞ্জলি ভরে নেওয়া হীরকদ্যুতিময় উদ্ধৃতিগুলির নির্বাচিত সংকলন শুধু আমাদের প্রয়োজন মেটায় না, আমাদের হৃদয় ও মনকে আলোড়িত করে অংশ থেকে সমগ্রে যাবার অভীপ্সায়। অংশ আর সমগ্রকে এক করে দেখা, আবার সমগ্র আর অংশকে ভিন্নতর মাত্রায় অনুভব করার বিশেষ এক মাধ্যম এই গ্রন্থ। প্রয়োজন আর উন্মেষ পাশাপাশি প্রবাহিত এ গ্রন্থের পাতায় পাতায়।
