কালীকৃষ্ণ গুহ বিশ্বাস করেন যে কবিতালেখা এমন একটা কাজ যার ভার একজন কবিকে সারা জীবন বহন করে যেতে হয়। শুধু কবিতা লেখা নয়,সারা জীবন তাকে কবিতার পাশাপাশি বহন করে যেতে হয় অন্যান্য সৃষ্টিকর্মের মর্ম গ্রহণ করার দায়। বিজ্ঞান দর্শন ও ইতিহাস বিষয়েও সাধ্যমতো জাগ্রত থাকতে হয় তাকে। এই জাগরণে যেসব কথা জমা হয়েছিল তা তিনি লিখে গিয়েছেন। সেই লিখনধারার কিছু অংশ এই বইতে সংকলিত হয়েছে, যেমন আগের কয়েকটি বইতেও হয়েছে। লেখকের কোনো পাণ্ডিত্যের দাবি নেই। এই নিবন্ধগুলিতে আছে শুধু কিছু বিনীত বোঝাপড়ার প্রতিবেদন— আছে কিছু ঋণস্বীকারের দায়, কিছু আত্মসমীক্ষণের ভাঙাগড়া।
