প্রতিদিনের যাপনে আচার-সংস্কারের যে রূপ আমরা দেখি, তার শিকড় খুঁজলে পাওয়া যেতে পারে প্রাগৈতিহাসিক কোনো অভ্যাসে। সমষ্টির সামাজিক সাংস্কৃতিক জীবনে সেই সূত্রের সন্ধান করে চলেন কেউ কেউ। মেলে পরশপাথরের সন্ধান— উঠে আসে মিথ, কিংবদন্তি, আবহমান মৌখিক ইতিহাসের সমৃদ্ধ ধারা। সেই প্রবহমানতার সাক্ষী যেন ‘চণ্ডীমণ্ডপ’, একসময় গ্রামজীবন আবর্তিত হত যাকে কেন্দ্র করে। যার কাঠামোয় মিশে আছে সমৃদ্ধি আর ক্ষয়ের সংলাপ। স্বপনকুমার ঠাকুর তাঁর চণ্ডীমণ্ডপ বইটিতে সেই সংলাপকে উপস্থাপিত করেন এক ভিন্ন আঙ্গিকে, ইতিহাস আর আখ্যানের সচেতন বুননে।
