An attempt trace the history of Buddhism in the undivided Burdwan District.বর্তমান কালে প্রত্নতাত্বিক তথ্যভিত্তিক ভৌগলিক ক্ষেত্রের ইতিহাস ও সংস্কৃতির পর্যালোচনা বিশেষ ভাবে লক্ষ্য করা যায়। বর্তমান আলোচনা অবিভক্ত বর্ধমান জেলার বৌদ্ধ সঃস্কৃতির ধারাকে উপস্থাপন করা মূলতঃ প্রত্নতাত্বিক তথ্য তৎসহ সাহিত্য গত তথ্যকে একত্রিত করে জীর্ণ ধূসর স্মৃতির পূর্ণগঠন। পাঠকরা আলোচনাটি থেকে বৌদ্ধ সঃস্কৃতির প্রবাহমান ধারা সম্পর্কে স্থানিকস্তরে আলোকিত হবে।
