কোন শান্তিনিকেতনকে খুঁজব আমরা? সে তো একমাত্রিক নয়। স্টেশনে নেমে ‘চলো শান্তিনিকেতন’ বললে সকলেই কি একই শান্তিনিকেতনে পোঁছান? কেউ শান্তিনিকেতনকে মুড়ে রেখেছেন নস্টালজিয়ার চাদরে, কারও কাছে ‘সব পেয়েছির দেশ’, আবার অনেকেই মনে করেছেন শান্তিনিকেতনের আদর্শের বিচ্যুতি তার সূচনাকাল থেকেই। বাঙালি চেতনায় শান্তিনিকেতন এমনভাবে গেঁথে আছে, শত আলোচনা সমালোচনার পরেও তাকে অস্বীকার করা যায় না কোনোভাবেই। প্রতিষ্ঠাতার শান্তিনিকেতন, আশ্রমিক শান্তিনিকেতন, প্রাক্তনীদের শান্তিনিকেতন, টুরিস্টীয় শান্তিনিকেতন এবং এরকম অজস্র শান্তিনিকেতনের খোঁজ রইল এই বইতে। শান্তিনিকেতনের ভৌগোলিক প্রশাসনিক চৌহদ্দি অতিক্রম করে সেই খোঁজ আমাদের পৌঁছে দেয় ভার্চুয়াল জগতেও। আন্তরিক এই অনুসন্ধানের আঙিনায় যেমন রয়েছে ইতিহাস, স্মৃতিকথন, আবার গবেষণার অন্যতম উপাদান হিসেবে রয়েছে সমীক্ষা, সাক্ষাৎকার। বাঙালি চেতনায় শান্তিনিকেতন পাঠককে নানারকম দেখার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
