আমার মতে, আনদ্ধ তবলার এক মহাকাব্য। সকল তবলাশিল্পী ও তবলাপ্রেমীদের অন্যতম আশ্রয় এই আনদ্ধ। যাঁরা তবলার সঙ্গে সরাসরি যুক্ত নন, তাঁদের কাছেও এই বইএর পাঠ এক অনন্য অভিজ্ঞতা, কারণ এতে আছে ছন্দের এক গভীর সম্যগদর্শন। পণ্ডিত শঙ্কর ঘোষের উপলব্ধিতে ছন্দ জীবনেরই এক রূপক হিসেবে প্রতিভাত।
