‘ভারতীয় কবিতা’ বলে আদতে কিছু হয় কি না— এ নিয়ে তর্ক চলতেই থাকবে। কিন্তু এই সংকলনে অন্তর্ভুক্ত অসমিয়া, মালয়ালাম, মারাঠি, তেলেগু আর গুজরাটি— এই পাঁচটি ভাষার কবিতাগুলির মূল কতগুলি লক্ষণের সাযুজ্য পাঠকের সামনে স্পষ্টতই দৃশ্যমান হবে। বাঙালি পাঠক, সত্যি বলতে কী, এই লক্ষণগুলির অনেকগুলিকেই সাম্প্রতিক সময়ের বাংলা কবিতার লক্ষণ হিসেবেও চিহ্নিত করতে পারবেন; ভেঙে পড়বে ভাষার সীমানা।
