এদেশে এমন একটা ঐতিহ্য প্রতিষ্ঠিত হয়েছে যে এখানে যাঁরা লড়াই-সংগ্রাম করেন, বিপুল অভিজ্ঞতা সত্ত্বেও তাঁরা নিজেদের অভিজ্ঞতা নিয়ে লেখেন না; আর যাঁরা লড়াই-সংগ্রাম নিয়ে লেখেন, তারা এসবে থাকেন না। …এখানে প্রত্যেক প্রজন্মকে রক্ত দিয়ে ভুলগুলোকে আবার নতুন করে চিনতে হয়— আগের প্রজন্মের ভুলগুলোকে রক্ত দিয়ে চেনার আহিত শিক্ষা পরের প্রজন্মে আসে না। আমরা তাই ঠেকে শিখি, দেখে শেখার সুযোগ এদেশে চালু নেই। অভিজ্ঞতাবাদের অভিশাপ আমাদের নিয়তি হয়ে উঠেছে। সত্তরের ডায়েরি বইটির লেখক কমরেড শৈলেন মিশ্র এই ঐতিহ্যের জীবন্ত প্রতিবাদ। বিপুল অভিজ্ঞতার ঝুলি নিয়ে নিজের সীমিত সামর্থ্যে তিনি কলম ধরেছেন।
