ইভান সের্গেইভিচ তুর্গেনিভ (১৮১৮-১৮৮৩) রুশ তথা বিশ্বসাহিত্যের একজন প্রসিদ্ধ লেখক। তাঁর লেখা এই গদ্যকবিতাগুলিতে তাঁর নানা স্মৃতি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জীবন ও মৃত্যু নিয়ে তাঁর চিন্তাভাবনার ছবি ফুটে উঠেছে। এছাড়াও মানুষের নানা আবেগ ও অনুভূতির ছবি এই লেখাগুলিতে ধরা পড়ে। এই লেখাগুলির মধ্যে দিয়ে তিনি আনন্দ, দুঃখ, প্রেম, করুণা, ঘৃণা, একাকীত্ব, জীবনের প্রতি ভালোবাসার ছবি ফুটিয়ে তুলেছেন।
