ভারতীয় নাটক রচনার ধারায় ‘শান্তাতা! কোর্ট চালু আহে’ একটি মাইল ফলক। জীবনের অন্তর্বতী মূল সুরটি এই নাটকে স্পর্শ করেছেন বিজয় তেন্ডুলকর। ক্ষমতায়নের সুপ্ত ইচ্ছে থেকেই বিশেষ কাউকে খাঁচাবন্দী করে ফেলা— প্রাতিষ্ঠানিকতার সব অলিন্দে এর পুনরাবৃত্তি। ‘ন্যায়’, ‘বিচার’, ‘মানবিকতা’ ইত্যাদি শব্দ গুলো পাক খেতে থাকে আদালত থেকে মহলা কক্ষে। ক্ষমতা অভ্যাস করতে চরিত্র গুলোর অসহায়তা প্রকট হয়ে ওঠে। ব্যক্তি মানুষ এবং সমাজের টানাপোড়েনের নাট্যকার কোথায় দাঁড়াবেন?
