করােনাকাল কি নিছকই একটা সময়, নাকি অভিজ্ঞতার উঁচুনিচুময় এক সরণি? প্রতিদিন সকালে উঠে খবরে, কাগজে, মােবাইল স্ক্রিনে ভেসে উঠছে। সংখ্যা কত? আজ কত? চেনা কেউ কি…? কত শব্দের চেহারা বদলে দিল অতিমারী। আমরাও মুখােশের কাছাকাছি পৌঁছতে পারলাম। মানুষ হাঁটছে। একা, পরিবার, পাড়া, সারা দেশ হাঁটছে। দেখছে, দেশকালের ল্যান্ডস্কেপ । থেকে সহমর্মিতা নামের একটা রং উধাও। নতুন করে তৈরি হচ্ছে অস্পৃশ্যতার আখ্যান। কনটেইনমেন্ট জোনের চক্করে চেনা রাস্তায় বাড়ি ফেরা যাচ্ছে না। কিছুতেই। “করােনাকালের কবিতা’ সেই অভিজ্ঞতার আঁচড়গুলাে একজায়গায় করে রাখার চেষ্টা করেছে।
তড়িৎ রায়চৌধুরী বিশ্বভারতীর পাঠভবনে পড়ান। মৌতান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।