‘মাস্টারমশাই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস। যে বিশ্বাস আমাদের শ্রদ্ধাবনত হতে শেখায়, যে বিশ্বাস আমাদের প্রত্যয়ী করে তোলে, যে বিশ্বাস ধীরে ধীরে আমাদের ভিতরের আমিকে চিনতে সাহায্য করে। তাই গুরু বা মাস্টারমশাইয়ের সঙ্গে রচিত হয় নাড়ির যোগ। গুরু তাঁর ভাঁড়ার উজাড় করে দেন শিষ্যের কাছে। তখন শিক্ষকতাকে আর পেশা হিসেবে দেখতে পারি না, তা হয়ে ওঠে এক ব্রত, এক সাধনা। যুগে-যুগে কালে-কালে পৃথিবীর সব প্রান্তে এই সাধনায় লিপ্ত আছেন আদর্শ মাস্টারমশাইরা।’
