কবিতারা, কবিতার শব্দেরা, কবিতার নীরবতারা হয়তো সবচেয়ে সম্পূর্ণভাবে একক। একাকীও বটে। আবার কখনও তারাই বহুস্বর হয়ে ওঠে প্রক্ষেপিত হয় নির্জনে, বা অন্তরীক্ষের বিপুলতায়। শূন্যেরা কথা বলে ওঠে, বা ঢেউয়েরা স্তব্ধ হয়। আর সমুদ্র ও নক্ষত্রের মধ্যবর্তী আমাদের এই অনিত্যকালে আমরা আরও একটু করে ডুবে যাই সময়ের গহ্বরে, আরও একটু করে জেগে উঠি ভালোবাসায়। সে সব নিয়েই ‘একক’ ।
